কোনও দিনও তোমার মা হতে পারব না, বরং….! অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলের সঙ্গে কেমন সম্পর্ক সুদীপার?

স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি। কিন্তু তা হলেও স্বামীর প্রথম পক্ষের ছেলে এবং শ্বশুরবাড়ির সকলকে নিয়েই জমিয়ে সংসার করছেন সুদীপা। এমনকি স্বামীর প্রথম পক্ষের ছেলের সঙ্গেও যে তার সম্পর্ক কতটা মধু সেটা বোঝা যায় তার একাধিক সোশ্যাল মিডিয়ার পোস্টে।

স্বামীর প্রথম পক্ষের সন্তান আকাশ চট্টোপাধ্যায়। সুদীপা সব সময় জানান তিনি কখনোই আকাশের মা হতে চাননি। বরং বন্ধু হতেই চেয়েছেন। আকাশও সেই জায়গা দিয়েছে। তাঁরা বন্ধুর মতোই মেশেন। কোনও ক্ষোভ মান অভিমান নেই তাঁদের মধ্যে।

সুদীপা আকাশকে নিয়ে বলেছিলেন, “আমি যখন এই তরুণকে প্রথম দেখি তখন ও স্কুলে পড়ে। ভাগ্য আমাদের একজায়গায় নিয়ে এসেছে। আমরা ভালো বন্ধু হয়েছি, কখনও একে-অপরের সবচেয়ে বড় সমালোচক। তবে সবচেয়ে বেশি বোধহয় আমরা একে-অপরের সমার্থক”।

তিনি আরও জানান, “তুমি যদি কখনও পড়ে যাও, আমি তোমার পাশে গিয়ে দাঁড়াব। আমি যদি পড়ে যাই, জানি তোমাকে পাশে পাব। তোমার শর্তহীন ভালোবাসা নিয়ে আমার সঙ্গ দেবে। আমরা আমাদের সম্পর্ককে কোনও নাম দিতে চাই না। আমি কোনওদিনও তোমার মা হতে পারব না। আমি তোমার ‘এই যো’ হয়েই থাকতে চাই। তুমি নতুন পয়সার মতো উজ্জ্বল হও, গাছের মতো বড় হও, তোমার মুখের হাসি অটুট থাকুক”।

২০১৮ সালে সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জীবনে আসে আদিদেব। ১২ নভেম্বর সুদীপার ছেলের ৬ বছরের জন্মদিন ছিল। অগ্নিদেব ও সুদীপার বয়সের পার্থক্য প্রায় ২১ বছরের।

The post কোনও দিনও তোমার মা হতে পারব না, বরং….! অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলের সঙ্গে কেমন সম্পর্ক সুদীপার? appeared first on Bong Gossip.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url