মায়ের মৃত্যুর পর থেকেই অরিজিতের সর্বক্ষণের সঙ্গী পাগড়ি! এর নেপথ্যের কারণ জানলে চোখে জল আসবে

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু প্রথমে বিষয়টি এত সহজ ছিল না। ফেম গুরুকুল গানের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। সম্প্রতি দেখা যাচ্ছে পাগড়ি পড়ে সব অনুষ্ঠানে গান গাইছেন তিনি। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।

এক সময় যে ছেলেটা এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে গান গাইতে উঠত, এখন সব অনুষ্ঠানেই দেখা যায় তাঁর মাথা ঢাকা পাগড়িতে। বিগত দুই বছর ধরে প্রতিটি শোতেই তিনি পাগড়ি পড়ে গান গাইতে উঠছেন। এর পেছনে রয়েছে কিন্তু এক বিশেষ কারণ।

২০২১ সালে করোনায় আক্রান্ত হন তাঁর মা। করোনা থেকে সেরে উঠলেও সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয় গায়কের মায়ের। এরপর একটি অনলাইন কনসার্টে অংশ নেন তিনি। সেখানেই প্রথম তাকে পাগড়ি পড়তে দেখা যায়। তারপর থেকে প্রত্যেকটি অনুষ্ঠানেই পাগড়ি বাঁধছেন তিনি।

এর মূল কারণ হল, অরিজিতের বাবা পাঞ্জাবি। মা চলে যাওয়ার পর থেকে অরিজিৎ আরও বেশি বাবার সঙ্গে থাকার চেষ্টা করেন। বেশিরভাগ জিয়াগঞ্জেই থাকেন গায়ক। নিজের শিকড়ের প্রতি সম্মান জানাতে বাবা কক্কর সিংয়ের মতোই তাঁরও সর্বক্ষণের সঙ্গী এই পাগড়ি।

The post মায়ের মৃত্যুর পর থেকেই অরিজিতের সর্বক্ষণের সঙ্গী পাগড়ি! এর নেপথ্যের কারণ জানলে চোখে জল আসবে appeared first on Bong Gossip.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url