মায়ের বিকল্প নেই! মাতৃহারা হয়ে হাহাকার ঋতুপর্ণা সেনগুপ্তের

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী। সব সময়ই মাকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

মা কে নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মায়ের তো কোনও বিকল্প হয় না। মায়ের স্নেহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। যাঁরা সত্যি মাকে পাননি, খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন, তাঁরা যে কী হারিয়েছেন, তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আজ নিজে মা হয়েছি, তাই বুঝতে পারি”।

অভিনেত্রীর কথায়, “আমার মনে হয় যে একজন মহিলার কাছে তাঁর সন্তানের থেকে বেশি কিছুই হয় না। সবকিছু ভুলে সে সন্তানকেই জীবনে আপন করে নেয়। সেটার মর্ম আমি বুঝতে পারি। আমার বিশ্বাস মাকে যাঁরা ভালবাসেন, তাঁরা সবসময় ঈশ্বরকে কাছে পাবেন। আর মাকে যাঁরা কষ্ট দেন, মাকে যাঁরা অবহেলা করেন, অনেক সময় অনেককিছুই শুনি, তাঁদের উদ্দেশে একটা কথাই বলব, মাকে যে ভালবাসবে সে জীবনের থেকে অনেক কিছু পাবে।”

বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কিডনির সমস্যার সঙ্গে সঙ্গে রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। চলতি বছরের শুরুতেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ ১৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হল তাঁর।

The post মায়ের বিকল্প নেই! মাতৃহারা হয়ে হাহাকার ঋতুপর্ণা সেনগুপ্তের appeared first on Bong Gossip.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url